• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরায় শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, এলাকাবাসীর বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৯, ১৮:৫৯

ঢাকার উত্তরায় বৈশাখী নামের ১২ বছরের এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহকর্মীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে ওই বাড়ির সামনে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশকে খবর দিলে বাসায় গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালায় ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ পাওয়া যায়।

এদিকে বৈশাখীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে তার স্বজনরা। পরে এলাকার লোকজনও বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়ির দিকে ইট-পাটকেল ছুড়ছেন বিক্ষুব্ধরা।

উত্তরা পশ্চিম থানার এসআই আনোয়ারা আরটিভি অনলাইনকে বলেন, ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তারপর ভালোভাবে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিফাত ফেরদৌসের বাসায় কাজ করত মেয়েটি। ওই বাসায় এক শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রিফাত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
X
Fresh