• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৯, ১৮:৪৬
ফাইল ছবি

আলোকচিত্রী শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। আগামী ১১ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত।

আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ, শরিফ ভূঁইয়া, চৌধুরী মাজদুস সুলতান।

গত ফেব্রুয়ারি মাসে দাবিতে আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।