• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৯, ১৪:২৭

দীর্ঘ ২৮ বছর পর আবার সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ শনিবার (২৩ মার্চ) ডাকসুর কার্যকরী সভার মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির পথচলা শুরু হলো।

ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাবনা দেয়া হয়েছে।

বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।

সভায় যোগ দেন ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা।

-------------------------------------------------------
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে রাস্তা না ছাড়ার ঘোষণা নন-এমপিও শিক্ষকদের
-------------------------------------------------------

শুরুতেই স্বাগত বক্তব্য দেন ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

এরপর ডাকসুর জিএস গোলাম রব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব দেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি।

সভা শেষে ডাকসু নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শিখা চিরন্তন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বলেও জানানো হয়।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মানুষের সেবা করাই হোক নতুন বছরের অঙ্গীকার : জয়
X
Fresh