• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ময়লার ঝুড়িতে মিলল ৮ কোটি টাকার স্বর্ণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৯, ০৯:২৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়িতে ৪৮টি স্বর্ণের বার পাওয়ার গেছে। যার মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। যার বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

শুক্রবার রাত দেড়টার দিকে বিমান বন্দন ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই অধিদপ্তরের কর্মকর্তারা রাত দেড়টার দিকে সেখানে যান। এরপর ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়।

উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
কেন এত সোনা কিনছে চীন!
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
X
Fresh