• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

যেসব শর্তে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ২২:৫৩

তিন শর্তে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষর্থীরা ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।

বুধবার (২০ মার্চ) বিকেলে ডিএনসিসি মেয়রের সাথে বৈঠক শেষে সাংবাদিকের তিন শর্তের বিষয়টি জানান বিইউপির শিক্ষার্থী ফয়সাল এনায়েত।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এজন্য তিনি এক সপ্তাহ সময় নিয়েছেন। আগামী ২৮ মার্চ বেলা ১১টায় আবারও মেয়রের কার্যালয়ে আমরা বৈঠকে বসবো। সেখানে দাবি পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

-----------------------------------------------------------
আরও পড়ুন : কর্মসূচি এক সপ্তাহ স্থগিত, দাবি পূরণে সন্তুষ্ট না হলে আবার বিক্ষোভ
-----------------------------------------------------------

যদি অগ্রগতি দেখে আমরা সন্তুষ্ট না হই, তাহলে আবারও বিক্ষোভ শুরু হবে। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। সারা দেশের সকল শিক্ষার্থী তাতে অংশ নেবে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের দেয়া প্রথম শর্ত হচ্ছে- ঘাতক বাসের চালককে ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। তার জন্য এই চার্জশিট তৈরি করতে হবে।

এবিষয়ে মেয়র বলেছেন রিমান্ড শেষে ৩০ দিনের মধ্যে তার বিরুদ্ধে ৩০২ ধারায় চার্জশিট দেয়া হবে।

দ্বিতীয় শর্ত হচ্ছে- কুর্মিটোলায় নিহত ছাত্রী এবং আবরারের নিহতের ঘটনায় জড়িত সুপ্রভাত ও জাবালে নূর বাসের রুট পারমিট আগামীকাল থেকেই বাতিল করতে হবে। এদাবি মেনে নিয়ে মেয়র একটি কাগজে স্বাক্ষর করেছেন।

তৃতীয় দাবি- আগামী ২৪ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ ও আন্ডার পাস করতে হবে।

আরও পড়ুন :

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ 
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
ডিএনসিসির ১০ কর্মকর্তাকে বদলি
কোটি টাকার ফি হিসাবরক্ষকের পকেটে, শাস্তির মুখে মিটফোর্ডের ৫ কর্মকর্তা
X
Fresh