• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কর্মসূচি এক সপ্তাহ স্থগিত, দাবি পূরণে সন্তুষ্ট না হলে আবার বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ১৯:১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভ-অবরোধ কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা।

মেয়রের সঙ্গে বৈঠকের পর বুধবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ফয়সাল এনায়েত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ফয়সাল এনায়েত বলেন, আগামী ২৮ মার্চ বেলা ১১টায় আমরা আবার মেয়রের কার্যালয়ে বৈঠকে বসব। দাবি পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হবে সেখানে। অগ্রগতি দেখ যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আবার বিক্ষোভ শুরু হবে।

-----------------------------------------------------------
আরও পড়ুন : আন্দোলন স্থগিত ৭ দিন, চলবে না সুপ্রভাত বাস
-----------------------------------------------------------