• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি ডাকসু ভিপির আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ১৬:৫৯

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থীদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

আজ বুধবার রাজধানীর শাহবাগে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সম্মতি প্রকাশ করে তিনি এমন আহ্বান জানান।

নুর বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আমরা আপনার (প্রধানমন্ত্রীর) প্রতিশ্রুতি চাই। সড়কে আর কোনো প্রাণ ঝড়ুর তা আমরা চাই না।

-----------------------------------------------------------
আরও পড়ুন : আবরারের আগে এক তরুণীকে চাপা দেয় সুপ্রভাতের চালক
-----------------------------------------------------------

তিনি বলেন, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হওয়া যদি নিরাপদ না হয় তাহলে আমরা যাবো কোথায়। এবিষয়ে প্রশাসনে সমন্বয় করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর প্রগতি সরণি এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এতে করে ওই এলাকাসহ পুরো রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের এ বিক্ষোভ আজও চলছে।

এর আগে গত বছরের জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের জের ধরে টানা কয়েকদিন নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ঢাকাসহ সারাদেশে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh