• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দোহারে কাপড় ব্যবসায়ী হত্যায় ১৫ জনের মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ১৬:০৭

দোহারে জমি নিয়ে বিরোধের জেরে কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিরাজ ওরফে সেরু কারিগর, মিনহাজ, খলিল কারিগর, শাহজাহান কারিগর, দিদার, এরশাদ, কালু ওরফে কুটি কারিগর, আজাহার কারিগর, মিয়াজ উদ্দিন, মোজাম্মেল ওরফে সুজা, আ. জলিল কারিগর, জালাল, বিল্লাল, ইব্রাহিম ও আ. লতিফ। এদের মধ্যে দিদার, এরশাদ, আ. জলিল কারিগর, ইব্রাহিম পলাতক রয়েছেন। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

-----------------------------------------------------------
আরও পড়ুন : ‘ফুটওভার ব্রিজ নয়, নিরাপদ সড়ক চাই’
-----------------------------------------------------------

এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চায়না বেগম ও মজিদন ওরফে মাজেদা। তারা বর্তামানে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ৩ এপ্রিল সকাল সোয়া ৭টার দিকে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা নজরুলকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের মামা নাজিম উদ্দিন আহমেদ দোহার থানায় একটি মামলা করেন। মামলায় ২০১৮ সালের ২৬ জুলাই আদালতে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। মামলার বিচারকালে একজন আসামি মারা যায়। মামলাটির বিচারকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে ঢাকা জেলা পিপি খোন্দকার আব্দুল মান্নান এবং অতিরিক্ত পিপি কাজী সাহারানা ইয়াসমিন পরিচালনা করেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
স্কুলছাত্র হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির শিরশ্ছেদ
X
Fresh