• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র আতিকুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ১২:০৪

সুপ্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরারের নামে ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় যে স্থানটিতে বাসের চাপায় আবরার প্রাণ হারিয়েছেন, সেখানেই এই ফুটওভার স্থাপন করা হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন আবরার। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবরার নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে তার সহপাঠীরা। দিনভর চলে বিক্ষোভ। সন্ধ্যায় আন্দোলন স্থগিত করলেও আজ সকাল থেকে শিক্ষার্থীদের আবার রাস্তায় নেমেছে।

-----------------------------------------------------------
আরও পড়ুন : বাসচাপায় আবরার নিহতের ঘটনায় মামলা
-----------------------------------------------------------

দুর্ঘটনার পরদিন পরদিন আজ বুধবার (২০ মার্চ) সকালে ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

মেয়র জানান, ফুটওভারব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরীকে অনুরোধ করা হলেও তিনি আসতে পারেননি।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতীবান্ধায় ২ ইউনিয়নে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
দেশের প্রথম স্মার্ট পার্কের উদ্বোধন
X
Fresh