• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাসচাপায় আবরার নিহতের ঘটনায় মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ১১:৩৫

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে আবরারের চাচা বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবরার নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে তার সহপাঠীরা। দিনভর চলে বিক্ষোভ। সন্ধ্যায় আন্দোলন স্থগিত করলেও আজ সকাল থেকে শিক্ষার্থীদের আবার রাস্তায় নেমেছে।

এদিকে সুপ্রভাত পরিবহনের ওই বাসটির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, সুপ্রভাত পরিবহনের কোনও বাসই আর রাজধানীতে চলবে না।

অভিযুক্ত বাস চালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh