• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিগারেট ধরাতে গিয়ে ঘরে ‘আগুন’, দগ্ধ ৩

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৯, ১৫:৫৩

রাজধানীর মহাখালীর একটি বাসায় রাতেরবেলা লিকেজ হওয়া জমে থাকা গ্যাসের আগুনে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে মহাখালীর আমতলীর চেয়ারম্যান বাড়ি ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সাগর ভুঁইয়া (২৫), তার সহকর্মী মো. হিমেল (২০) ও তাদের বাসার গৃহকর্মী। দগ্ধ অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে আসেন। তবে গৃহকর্মী অন্য কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

দগ্ধ সাগর জানান, এসএস ট্রেডার্স নামের একটি কোম্পানিতে চাকরি করেন তারা ২ জন। সকাল ৮টার দিকে গৃহকর্মী আসেন বাসায়। এসময় দরজা খুলে দিয়ে সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ জ্বালান তিনি। এর সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনিসহ, পাশের রুমে ঘুমিয়ে থাকা হিমেল ও রান্না ঘরে থাকা গৃহকর্মীও দগ্ধ হন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল জানান, সাগরের শরীরের ৬৫ শতাংশ, হিমেলের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।


আরো পড়ুন:

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
X
Fresh