• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডে মসজিদে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ মার্চ ২০১৯, ১৫:০৬

নিউজিল্যান্ডে দুইটি মসজিদে গুলি চালিয়ে হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোক-বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী গুলি চালিয়ে অনেক লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার জুমার নামাজ আদায়কালে একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের অনেক ভিড় ছিল। ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন বলেছেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন আল-নূর মসজিদে ও অন্য ১০ জন লিনউড মসজিদে নিহত হয়েছেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : দুই মসজিদে হামলায় ৪০ জন নিহত: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
-------------------------------------------------------

এটিকে ‘সন্ত্রাসী’ হামলা উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এই হামলায় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন।

আহডার্ন বলেন, আমরা বহুত্ববাদে বিশ্বাস করি ও দয়ালু বলেই আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ক্রাইস্টচার্চে হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে এই ঘটনাকে নিউজিল্যান্ডের একটি কালো দিন হিসেবে বর্ণনা করেন তিনি।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
X
Fresh