• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তাকর্মীরাই স্মৃতিসৌধে আনছে ভিক্ষুক!

হোসাইন তারেক

  ১৬ ডিসেম্বর ২০১৬, ১২:২৬

১৬ ডিসেম্বর বাঙালির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের এ দিনে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাই তো বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে আসে লাখো জনতা। সেখানেও থেমে নেই ভিক্ষুকের উৎপাত। স্মৃতিসৌধে প্রবেশের দু’পাশেই বসেছে ভিক্ষুকের দল।

স্মৃতির মিনারে ভিক্ষার কারণ জানতে চাইলে ভিক্ষুক সোহেল বলেন, ‘আমি তো অসহায় পঙ্গু মানুষ। এখানে আজ অনেক মানুষ আসবে। তাই এখানে এসেছি।’ স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির সহযোগিতায় এখানে প্রবেশে করেছেন তিনি। তবে ওই ব্যক্তির নাম প্রকাশে ঘোর আপত্তি তার।

অন্যপাশে অসুস্থ এক নারীকে শুইয়ে রেখে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের হাতে-পায়ে ধরে টাকা তুলছে আলী হোসেন। আলী জানায়, অসুস্থ ওই নারী তার বোন। লিভারের সমস্যায় আক্রান্ত বোনের চিকিৎসার অর্থ জোগাড় করতেই সে এখানে এসেছে।

সকাল থেকে কেমন আয় হয়েছে জানতে চাইলে আলী জানায়, এখন পর্যন্ত কোনো হিসাব নেই। তবে এখানে আসা লোকজন তার বোনের প্রতি সহানুভূতি দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে।

এদিকে স্মৃতিসৌধে ভিক্ষুক কেন জানতে চাইলে আইনশৃঙ্খলার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা বললেন, ‘এটি আমাদের চোখে পড়েনি। তবে ভিক্ষুক প্রবেশের কোনো সুযোগ নেই।’ সাংবাদিক জানার পর পরিচয় না জানাতে অনুরোধ করেন তিনি।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh