• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত ঢাবির রোকেয়া হলের শিক্ষার্থীদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৯, ২৩:১৭
ছবি: সংগৃহীত

প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছে রোকেয়া হলের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে শুক্রবারের মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রোকেয়া হলের গেটে আসেন হলটির প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। এসময় তাদের সঙ্গে ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী এবং এজিএস সাদ্দাম হোসেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিতের ঘোষণা দেয়।

গত বুধবার বিকেলে চার দফা দাবিতে অনশন শুরু করে রোকেয়া হলের পাঁচ ছাত্রী। তারা হলেন রাফিয়া সুলতানা, শ্রবণা শফিক দিপ্তী, প্রমী খিসা, শেখ সায়িদা আফরিন শাফি এবং জয়ন্তী রায়না।

তাদের দাবিগুলো হলো ডাকসু ও হল সংসদে পুনর্নির্বাচন, হল প্রভোস্টের পদত্যাগ, কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এমসি/এএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
অন্তরঙ্গ সম্পর্কের পর পালিয়েছেন প্রেমিক, অতঃপর....
কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে স্থান পেলো বুয়েট-ঢাবি
X
Fresh