• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৯, ১৫:৪৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই চীনা নাগরিকের কাছ থেকে ৫ কেজি ৫৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

বুধবার সকালে তাদের নিকট থেকে এ সোনা উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১১টায় দিকে চীনা নাগরিক চেন জিফা (২৯) ও ডিং শোওশেংকে (৩৫) সোনাসহ আটক করা হয়।

তিনি বলেন, সকাল ৯টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫১৭ নম্বর ফ্লাইটের দুই চীনা যাত্রীকে বিমান বন্দরের ৯ নম্বর বোর্ডিং ব্রিজের কাছে থেকে অনুসরণ করেন প্রিভেন্টিভ দলের সদস্যরা। পরে গ্রিন চ্যানেল পার হলে তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জানতে চাইলে তারা অস্বীকার করেন। এরপর তাদের লাগেজ স্ক্যান করা হলে সেগুলোর ভেতরে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং উভয়ের ব্যাগ খুলে একই ধরনের এবং ‘জিপাস’ ব্র্যান্ডের দুইটি সোলার হোম সিস্টেম পাওয়া যায়। পরে ওই সোলার সিস্টেমের অভ্যন্তরের ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়।

তিনি বলেন, ৫.৫৬ কেজি এসব সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৭৯ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়ার পর চীনা নাগরিকদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ, কাজ বিমানবন্দরে 
শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারল না ৩ ফ্লাইট
X
Fresh