• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১৯:৫৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেন ব্যক্তিগত বৈধ অস্ত্রসহ আটক হয়েছেন।

কোনো প্রকার ঘোষণা না দিয়ে বিমানবন্দরে যাওয়ার কারণে তাকে আটক করেছে এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক।

সোমবার ১১ মার্চ বিকেলে তাকে বিমানবন্দরে চেকিং এর সময় স্ক্যানিং মেশিনে ধরা পড়ে তার অস্ত্রটি। বর্তমানে তিনি বিমানবন্দর থানায় হেফাজতে রয়েছেন। এভিয়েশন বিভাগ থেকে সিদ্ধান্ত জানানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিমানবন্দর থানার ওসি নূর এ আযম আরটিভি অনলাইনকে বলেন, তিনি সকালবেলা বাংলাদেশে বিমানে করে যশোর থেকে ঢাকায় আসেন। তখন তার সাথে থাকা অস্ত্রের কথা উল্লেখ করেন যশোর বিমানবন্দর কর্তৃপক্ষকে। কিন্তু ঢাকা থেকে যশোর আবার বিকালবেলা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে সেটা উল্লেখ করেননি। সেই কারণে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। এখন এভিয়েশন বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

চট্টগ্রামে বিমান ছিনতাই-চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গত ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন বলে দাবি করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তবে এ নিয়ে ইলিয়াস কাঞ্চন যে তথ্য দেন তাকে ‘অসত্য’ বলে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
আওয়ামী লীগের যৌথসভা আজ
X
Fresh