• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে আ. লীগের নিরঙ্কুশ বিজয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৯, ১০:২৬

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে গাজী শাহ আলম সভাপতি ও আসাদুজ্জামান খান (রচি) সাধারণ সম্পাদক হয়েছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (৭ মার্চ ) অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শুক্রবার দিবাগত মধ্যরাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) একই সময়ে ভোটগ্রহণের নির্দিষ্ট সময় ছিল। ২৭ ফেব্রুয়ারি প্রথমদিন ৪ হাজার ৬৪২ জন ভোট দেন।

গত ২৮ ফেব্রুয়ারি সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় তা পরিবর্তন করে। ৭ মার্চ নতুন এ তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন। শুক্রবার ভোট গণনা হয়।

সাদা প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জয় পেয়েছে ১৮টি পদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ সিনিয়র সহ-সভাপতিসহ পেয়েছে ৯ পদ।

ঢাকা আইনজীবী সমিতি এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি হিসেবে পরিচিত। সমিতির সদস্য সংখ্যা ২৪ হাজার ৬৮৪ জন। সদস্যদের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটার হয়েছেন। তবে দুইদিনব্যাপী ভোটগ্রহণে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন। বাকি ৮ হাজার ৫৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।

নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সব মিলিয়ে এবার সমিতির ২৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী।

গত ৩১ জানুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh