• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১০:৪৪
ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে পোশাক শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি শুরু করছেন বলে জানা গেছে।

আজ সকাল আটটার পর থেকে ওই এলাকায় অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কর্মীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।

শ্রমিকেরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

তাছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, শ্রমিকরা যেন সড়ক ছেড়ে দিয়ে আন্দোলন করে পুলিশ সেই চেষ্টা শুরু করছে। সকাল ১০টার কিছু পরে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সড়ক ছেড়ে পাশে দাঁড়িয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। ফলে ওইসব এলাকার সড়কে আবার যানচলাচল শুরু হয়।

এফএম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ঘরমুখো যাত্রীদের ঢল, তীব্র যানজট 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
ছুটির দিনেও রাজধানীতে তীব্র যানজট
X
Fresh