• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

সাভার প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর ২০১৬, ১০:২৭

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এরইমধ্যে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এ উপলক্ষে সৌধচত্ত্বর ও আশপাশে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুক্রবার লাখো মানুষের সমাগম ঘটবে সাভারের জাতীয় স্মৃতি সৌধে। ফুলে ফুলে ভরে উঠবে সৌধচত্ত্বর।

এ উপলক্ষে এক মাস আগে থেকেই স্মৃতিসৌধে শুরু হয় ধোয়া-মোছা আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এসব কাজ শেষে এখন পুরোপুরি প্রস্তুত স্বাধীনতাযুদ্ধে জীবন আত্মদানকারীদের প্রতীক এই সৌধ।

বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদসহ দেশের বিশিষ্টজনরা শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধচত্ত্বর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh