• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের আরেক রাবি শিক্ষককে হত্যার হুমকি

রাবি প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৯, ২০:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের সর্বহারা পার্টি পরিচয়ে আরেক শিক্ষককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ড. জুলফিকার আলী ইসলামকে হুমকি দেয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অধ্যাপক জুলফিকার। এ ঘটনায় তিনি নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহতাসিম বিল্লাহকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি করেছেন।

অধ্যাপক ড. মুহা. জুলফিকার আলী বলেন, গতকাল সন্ধ্যায় সর্বহারা পার্টির স্বপন পরিচয়ে একজন ফোন করে। আমার কাছে টাকা চাঁদা দাবি করে বিকাশ নম্বরে (০১৮৫৯০৪৯৮৬২) পরিশোধ করতে বলে। অস্বীকৃতি জানালে স্বপন হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, জুলফিকার নিজেই যোগাযোগ করে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

নগরীর মতিহার থানার ডিউটি অফিসার পিএসআই আল মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশি কার্যক্রম গ্রহণ করা হবে।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh