• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেলায় শোয়েব হাসান খানের কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ নিলাচরে অগ্নিশিখা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৭

প্রকাশিত হয়েছে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল তরুণ লিখিয়ে শোয়েব হাসান খান এর নতুন কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ নিলাচরে অগ্নিশিখা’।বইটি প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী।

এর প্রচ্ছদ করেছেন শিল্পী হাবিব খান। গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় ৪১৩ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘নিষিদ্ধ নিলাচরে অগ্নিশিখা’ কাব্যগ্রন্থটি হলো যান্ত্রিকতার পৃথিবীতে প্রকৃতির ছোঁয়া। এ গ্রন্থের প্রতিটা কবিতা বহন করছে এক একটি অনুভূতি, প্রেম, জীবনবোধ, গল্প কিংবা জীবনদর্শন।

এই গ্রন্থে উঠে এসেছে দেশপ্রেম,যান্ত্রিক সমাজের নির্মম বাস্তবতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা। একই সঙ্গে সময়ের প্রয়োজনে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার আহ্বান ব্যক্ত হয়েছে বিশেষ কিছু কবিতায়।

আশা রাখছি, কবিতাগুলো কাছে সবার ভালো লাগবে।

লেখক শোয়েব হাসানের জন্ম রংপুর জেলার তারাগঞ্জ থানার অন্তর্গত সয়ার মৌলভীপাড়ায়। মাত্র পনেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিভীষিকা’প্রকাশিতহয় ২০০৭ সালে দশম শ্রেণীতে অধ্যয়নকালে।

২০১০ সালে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন কালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘জোছনার আলোকিত প্রহর’।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh