• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বাধীনতার ৪৫ বছর পরও গণতন্ত্র অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০১৬, ১১:১২

স্বাধীনতার ৪৫ বছর পরও দেশে গণতন্ত্র অবরুদ্ধ। মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ যুদ্ধ করেছেন। পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়েছে কিন্তু সে স্বপ্ন আজো পুরণ হয়নি।

তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ হারিয়ে ফেলছি। গণতন্ত্র এবং মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।

মির্জা ফখরুল আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া উচিৎ। বিএনপি সব সময়ে স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। তবে সেটা যেনো রাজনৈতিক উদ্দেশ্য না হয়।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh