• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে নেই কেন্দ্রীয় নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৫ সদস্যের এবং ১৩ সদস্যের হল সংসদের আলাদা প্যানেল ঘোষণা করেছে বিএনপির এ সহযোগী সংগঠন।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্যানেল ঘোষণা করেন।

ছাত্রদলের প্যানেলে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনও নেতাকে রাখা হয়নি। ডাকসুতে প্রার্থিতা ও ভোটার হওয়ার ক্ষেত্রে ৩০ বছরের বয়সসীমা শর্তের কারণে বাদ পড়েছেন তারা।

ঘোষিত প্যানেল অনুযায়ী- ভিপি পদে লড়বেন মো. মোস্তাফিজুর রহমান, জিএস পদে খন্দকার আনিসুর রহমান এবং এজিএস পদে খোরশেদ আলম সোহেল।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনও নেতা ডাকসুর শীর্ষ তিনটি পদে ভোট করতে না পারলেও ছাত্রলীগ এই পদগুলোতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ নেতাদের মনোনয়ন দিয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো নেতা ডাকসুর শীর্ষ তিনটি পদে নির্বাচন করতে না পারলেও ছাত্রলীগ এই পদগুলোতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ নেতাদের মনোনয়ন দিয়েছে।

ডাকসুতে সম্পাদকীয় পদগুলোতে ছাত্রদলের মনোনয়ন দেয়া হয়েছে- স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদে জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে কানেতা ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক সম্পাদক পদে কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মামুন, ছাত্র পরিবহন সম্পাদক পদে মাহফুজুর রহমান চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম নির্বাচন করবেন।

সদস্য পদে নির্বাচন করবেন- হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন।

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি)। ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ঘিরে জমজমাট তৃণমূলের রাজনীতি, কেন্দ্রীয় নেতারা এলাকায়
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
রাজধানীতে ছাত্রদলের মিছিল
জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
X
Fresh