• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শনাক্ত হওয়া ৪০ জনের মরদেহ হস্তান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলে শনাক্ত হওয়া ৪০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে এসব মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে দুপুর ২টার পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বুধবার রাতে চকবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়।

৬৭টি ব্যাগে করে মরদেহগুলো নিয়ে আসা হয়। এছাড়া আরও তিনটি ব্যাগে লাশের খণ্ডিত অংশ আনা হয়।

প্রথমে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেনের (৫০) মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন। কামাল থাকতেন পুরান ঢাকায় চুড়িহাট্টা উর্দু রোড।

বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। আগুন নেভাতে ব্যবহার করা ৩৭টি ইউনিট। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
X
Fresh