• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চকবাজারে দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭

চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেশিরভাগ রোগীর শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গেছে। একজন ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে আছেন।

বৃহস্পতিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসাধীন ৯ জনের কেউই আশঙ্কামুক্ত নন। এর মধ্যে চারজনের বেশি গুরুত্বপূর্ণ। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। খুব দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেয়া হবে।

ডা. সামন্তলাল সেন বলেন, দগ্ধ মোট ১৮ জন বার্ন ইউনিটে এসেছিলেন। এর ৯ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিরা ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটের বাইরে দিনমজুর আবু তাহেরকে (৬৫) দেখা যায় আহাজারি করতে। তার ছেলে সোহাগ (২২) রয়েছেন আইসিইউতে, মা বেদানা বেগম (৫৫) ছেলের সঙ্গে দগ্ধ হয়েছেন। বাইরে আছেন বাবা তাহের।

বার্ন ইউনিটের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ কক্ষে ঢুকতেই চোখে পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেনকে সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় শুয়ে আছেন।

তার মেয়ে বিথী বলেন, বাবা পেশায় রিকশাচালক। তিন ভাইসহ তারা কামরাঙ্গীরচর থাকেন।

আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন, তাঁরা হলেন আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২২) ও সালাউদ্দীন (৪৫)।

চকবাজারের এই অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন।

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh