• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চকবাজারে আগুন

আপনজনদের খোঁজে হাসপাতালে স্বজনরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৯

স্ত্রী সোনিয়া (৩২) ও ছেলে সাহিরকে (৩) নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকার বাসিন্দা মো. মিঠু (৪০)। বুধবার রাত পৌনে ১১টার দিকে স্বজনরা খবর পান, চুড়িহাট্টায় দুর্ঘটনার কবলে পড়েছেন মিঠু। সেই থেকে এখন পর্যন্ত খোঁজ মেলেনি তাদের। খবর পেয়েই চকবাজার এলাকার সরু এই গলিতে ছুঁটে যান মিঠুর ভায়রা ভাই বাবুল। সারা রাত হাসপাতাল, চকবাজার থানা ও ফায়ার সার্ভিস কর্মীদেরকে জানিয়েও কোনো হদিস মেলেনি পরিবারটির।

বৃহস্পতিবার সকালে বাবুল বলেন, কালকে রাতে খবর পাই আমার শ্যালিকার পরিবার নিখোঁজ। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ইমার্জেন্সি (জরুরি বিভাগ) ও বার্ন ইউনিটে আমরা বার বার খোঁজ নিয়েছি। মিটফোর্ডসহ আশেপাশের অন্য সব হাসপাতালেও লোক পাঠিয়েছি। তাদেরকে পাওয়া যাচ্ছে না।

চুড়িহাট্টার নন্দকুমার দত্ত রোডের বাসিন্দা আব্দুর রহিম, জহির উদ্দিন, মাহিরসহ অনেকেই নিখোঁজ রয়েছেন এখনও।

রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
X
Fresh