• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চকবাজারে উদ্ধারকাজে বিমান বাহিনী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৭

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজকে গতিশীল করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে গত রাত (২০ ফেব্রুয়ারি দিনগত রাত) ৩টার দিকে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

এ সম্পর্কে বিমান বাহিনীর প্রশাসনিক কর্মকর্তা (ফায়ার সার্ভিস ইনচার্জ) স্কোয়াড্রন লিডার সঞ্জিব চৌধুরী গণমাধ্যমকে জানান, পানি স্বল্পতার খবর পেয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে চার গাড়ি পানি নিয়ে আসা হয়। এছাড়া দুটি হেলিকপ্টারে করে আকাশ থেকে পানি ছিটানো হচ্ছে। কাউকে উদ্ধার করার প্রয়োজন হলে এগুলো ব্যবহৃত হবে। তেজগাঁও বিমানঘাঁটিতে আরও চারটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। যদিও এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।

আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। একটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আগুনে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৫০ জনের বেশি, এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ডি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh