• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে আমিরাতের শ্রমবাজার

মাহাবুব হাসান হৃদয়, ইউএই প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৭

প্রায় সাত বছর যাবত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকার পর আবারও আমিরাতে শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। ভিসার আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই আরব আমিরাতে শ্রমবাজার আবার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সোমবার স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ বিন জায়েদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফর উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টার সুফল হিসেবে আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। এর আগে আমিরাত সময় বিকেল ৪টায় আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিণী শাইখা ফাহিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গেও মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে জাল টাকা প্রতিরোধে নতুন নির্দেশনা
অভিজ্ঞতা ছাড়াই টিআইবিতে চাকরি
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান স্কোয়াডে হাসারাঙ্গা 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ মার্চ)
X
Fresh