• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১৭৬টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১

দেশে ইন্টারনেট ব্যবহার করে জুয়া খেলা যায় এমন দেশ-বিদেশের ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।

রোববার দুপুরে দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলোকে জুয়ার সাইটগুলোকে বন্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।

পরে বিটিআরসির নির্দেশে ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। যা এখন থেকে আর বাংলাদেশে ব্যবহার করা যাবে না।

এর আগেও ইন্টারনেট নিরাপত্তা ও টু-জি লেভেল প্রোগ্রামের আওয়াত ১৫২৩টি ওয়েবসাইট বন্ধ করেছে সরকার।

বিভিন্ন সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, জীবনযাপন, সংস্কৃতি এবং অন্যান্য কিছুর সঙ্গে যা যায় না এমন বিপথগামী সাইট অ্যাপের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবাইকে নিরাপদ ইন্টারনেট দিতে সরকারের এমন পদক্ষেপ চলমান থাকবে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিটিসিএল ডোমেইন সার্ভারে ত্রুটি, বহু ওয়েবসাইট বন্ধ!
X
Fresh