• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গুগল-ফেসবুকের রাজস্ব ফাঁকির প্রতিবেদন না দেয়ায় হাইকোর্টের ক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

সার্চ ইঞ্জিন গুগল, ইউটিউব ও ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির তদন্ত শুরু না করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন।

রিটকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গুগল, ইউটিউব ও ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির তদন্ত করে প্রতিবেদন দাখিলের আজ (বৃহস্পতিবার) দিন ঠিক করা ছিল। কিন্তু কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি। এ কারণে আদালত ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী ৭ মার্চ প্রতিবেদন দাখিল না করলে আদালত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

২০১৮ সালের ১৮ এপ্রিল গুগল ও ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি ও বিভিন্ন ধরনের লাইসেন্স বিক্রির ফিসহ যেকোনো লেনদেনের বিপরীতে যে পরিমাণ টাকা পরিশোধ করা হয়, তার থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়।

পাশাপাশি ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় রাজস্ব আদায়ের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিও করেন হাইকোর্ট।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh