• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাঁজা সেবনের অভিযোগে ৬ চবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রতিনিধি, চবি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনকালে আটক হওয়া ৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গেলো বুধবার বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন এই তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন জালাল, রাজনীতি বিজ্ঞান বিভাগের শামীম আহসান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের আব্দুল মুকিত, অর্থনীতি বিভাগের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের মো. সামি ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাঈদ সিয়াম।

নিয়াজ মোরশেদ বলেন, বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির রিপোর্টের সুপারিশক্রমে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নির্বাহী আদেশে ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
মাইকে লোক ডেকে চবি শিক্ষার্থীদের ওপর হামলা
চবিতে ছাত্র সংঘর্ষের বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে শিক্ষামন্ত্রীর অনুরোধ
X
Fresh