• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেলায় সাগর'র পত্রোপন্যাস ‘গুহা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৯

কবি সানাউল্লাহ সাগর লিখছেন পত্রোপন্যাস। ‘গুহা’ শিরোনামের এই পত্রোপন্যাসটি প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়।

যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সামাজ চিন্তা ভিত্তিক রোমান্টিক পত্রোপন্যাসটির পচ্ছদ এঁকেছেন আল নোমান।

বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। ১১২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। অগ্রিম পেতে অর্ডার করতে পারেন রকমারি ডটকম ও বইবাজার ডটকমে। বইমেলায় পাওয়া যাবে প্রকাশনীর স্টলে।

বরিশালের বাবুগঞ্জে জন্ম নেওয়া সানাউল্লাহ সাগর বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণা করছেন।

তার প্রকাশিত বই— অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি, সাইরেন, কালো হাসির জার্নাল, এই সময়ের নির্বাচিত গল্প।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh