• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সংসদে মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের কাঁধে নড়াইল-২ আসনের দায়িত্ব তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েই জায়গা করে নিয়েছেন জাতীয় সংসদে।

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। গতকাল প্রথম কোলাইফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে হেরে মাশরাফির রংপুর রাইডার্সকে আগামীকাল বুধবার খেলতে হবে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তার আগে বিশ্রাম পেয়েছেন আজকের দিনটা। এই সুযোগে মাশরাফি যোগ দিয়েছেন একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি বিন মুর্তজা।

গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও বিপিএলের জন্য অধিবেশনের প্রথম দিনে যোগ দিতে পারেননি মাশরাফি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ অধিবেশন বসবে ২ মে
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh