• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার ভোরে নারীসহ তিনজন নিহত হয়েছেন। রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও সোমবার দিনগত রাতে প্রগতি সরণির বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নৈশপ্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)।

নিহত কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দুজনই ভাটারা এলাকায় থাকতেন।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, রাতে আজিমপুর থেকে ছেড়ে আসা কুড়িল বিশ্বরোডগামী দেওয়ান পরিবহনের একটি বাস বাড্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশপ্রহরী কবির ঘটনাস্থলেই মারা যান।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়ে মালিবাগ-মৌচাক সড়কে পড়েছিলেন। আশপাশের লোকজন ভোরে গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসেন। পরে সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh