• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাদ্যে ভেজাল রোধে সারাদেশে অভিযান চলছে, চলবে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭

খাদ্যে ভেজালরোধে সারাদেশে অভিযান চলছে, চলবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। খাদ্যে ভেজালও এক ধরনের দুর্নীতি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। খাদ্য উৎপাদনে কৃষকদের ভর্তুকি দেয়া হচ্ছে। সরকার পুষ্টিহীনতার দিকে বিশেষ নজর দিচ্ছে।

তিনি বলেন, খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন ধ্বংসের অধিকার কারও নেই। খাদ্যে ভেজাল দেওয়াও এক ধরনের দুর্নীতি, এটা বন্ধ করতেই হবে।