• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘নারায়ণগঞ্জে সেনা মোতায়েন দরকার নেই’

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ ডিসেম্বর ২০১৬, ১৩:৫১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন দরকার নেই। জানালেন প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ।

শনিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এসময় সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা হয়েছে। নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক অবস্থার চেয়েও ভালো। তাই সেনা মোতায়েন দরকার নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। এখন তা চলমান রয়েছে। সামনের দিনগুলোতে এ অভিযান আরো দৃশ্যমান করতে বলেছি।

রকিব আরো বলেন, ভোটের আগের রাতে যাতে কোনো ধরনের জোরাজুরি না হয়, কেন্দ্র দখলের মতো ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছি। এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

কে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh