• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, একই পরিবারের ৩ জন নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০১৯, ১২:২৬

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি নিখোঁজ রয়েছে একই পরিবারের আরেক শিশু।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিনগত গভীর রাতে বুড়িগঙ্গা নদীর তৈলঘাট বরাবর মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়া নৌকার ধাক্কা লেগে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা একই পরিবারের রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় রাতেই। আজ শনিবার সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রোজিনার ছেলে আবিদ (৫) নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে নৌ-পুলিশ কাজ করছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh