• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব ইজতেমা চেয়ে হাইকোর্টে রিট, আগামীকাল শুনানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩

তাবলিগ জামায়াতের আয়োজনে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা করতে সরকারের সহযোগিতা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও তাবলীগ জামায়াতের সাথী মো. ইউনুছ মোল্লা। আজ সোমবার (২১ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি।

রিটে ধর্মমন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিবসহ তিন জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী ইউনুছ মোল্লা সাংবাদিকদের জানান, আগামীকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্টে বেঞ্চে শুনানি হবে।

তিনি বলেন, তাবলিগ জামাতের দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলছে বেশ কিছু দিন ধরে। এ দ্বন্দ্ব সংঘাতে রূপ নিচ্ছে। এ কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে বাংলাদেশ দাওয়াতে তবলিগের কার্যক্রম সুষ্ঠ, সুন্দর ও সুশৃঙ্খলরূপে পরিচালনার জন্য কিছু নির্দেশনা দেয়া হয়। কিন্তু এ পরিপত্র জারির ছয়দিন পরই অন্য একটি পরিপত্র জারি করে প্রথম পত্রের কার্যক্রম স্থগিত করা হয়। এই প্রক্রিয়াকে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে এ রিট দায়ের করা হয়েছে বলে জানান এ আইনজীবী।

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্দালভির কিছু বক্তব্যের সূত্র ধরেই এ দ্বন্দের শুরু।

মাওলানা সা’দের বক্তব্যের জের ধরে ‍দুই পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষও হয়েছে। এর মধ্যে ১ ডিসেম্বরের সংঘর্ষে তাবলিগ জামাতের দুইজন নিহত হন। এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দোষারোপ করে। এর মধ্যে জানুয়ারির ১৯ থেকে ২১ ও ২৬ থেকে ২৮ জানুয়ারি দুই ধাপে বিশ্ব ইজতেমা আয়োজনের ঘোষণা দেন সা’দবিরোধীরা। তবে এই সময়ে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য তুরাগ তীরের ময়দান ব্যবহার না করতে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হন মাওলানা সা’দের অনুসারীরা। তবে কোনো পক্ষকেই তুরাগ ময়দান ব্যবহারের অনুমতি দেয়নি প্রশাসন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বাঁধন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh