• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বেইলি রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

রাজধানীর শান্তিনগরের বেইলি রোডে কয়েকটি ভবনের বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও কার-পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণের দায়ে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার সকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেসমিন আক্তার আরটিভি অনলাইনকে বলেন, পাবলিক প্লেসে অবৈধভাবে গড়ে তোলা বাণিজ্যিক কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর রাজউকের অনুমোদনহীন স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, এছাড়া রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যে সকল প্লট, ভবন, ফ্ল্যাটে অনুমোদনহীন গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসব স্থাপনায় উচ্ছেদ অভিযান করা হচ্ছে।

অভিযানে বেইলি রোডের কয়েকটি ভবন, সুইস কেকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। চারদিকে নির্দিষ্ট আবশ্যিক উন্মুক্ত জায়গা (সেটব্যাক) না রেখে ভবন বর্ধিত করে নির্মাণ করার কারণে ভেঙ্গে ফেলা হয়।

আরো পড়ুন:

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়ীদের খুঁজছে রাজউক 
অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ১০ দিনের মধ্যে : রাজউক চেয়ারম্যান
এবার সুলতান’স ডাইন রেস্তোরাঁ সিলগালা
অভিযানের খবরে ভবনের সব রেস্টুরেন্ট বন্ধ, কেয়ারি ক্রিসেন্ট সিলগালা
X
Fresh