• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাহনাজের বাইক উদ্ধার, আসামি আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা নারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চুরি যাওয়া বাইক ও আসামি জনিকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তৈয়ব। জনিকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আবু তৈয়ব বলেন, জনি একজন শিক্ষার্থী। প্রতারণার মাধ্যমে বাইকটি সে চুরি করেছে বলে স্বীকার করেছে। এখন শাহনাজের হাতে আনুষ্ঠানিকভাবে বাইকটি তুলে দেয়া হবে।

গতকাল মঙ্গলবার শাহনাজের বাইকটি চুরি যাওয়ার পর শাহনাজ শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবক শাহনাজের অল্প দিনের পরিচিত। শাহনাজকে চাকরি দেয়ার কথা বলে মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন জনি। দুপুরে খামারবাড়ি এলাকায় শাহনাজ বাইকের পাশে ছিলেন, আর ওই যুবক শাহনাজের বাইকে উঠে কথা বলছিলেন। কথার একপর্যায়ে প্রতারণা করে শাহনাজকে রেখে আকস্মিকভাবে বাইকটি নিয়ে সটকে পড়েন জনি।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
X
Fresh