• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা

সাভার প্রতিনিধি

  ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:২৭

নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি না দেয়া এবং মজুরি কাঠামোর পরিবর্তনের দাবিতে আশুলিয়া ও সাভারে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরে শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করে।

বিক্ষোভের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

শিল্প পুলিশ-১-এর সুপার সানা শামিনুর রহমান বলেন, আজও রাস্তায় শ্রমিকরা নেমেছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মস্থলে ফেরার পথে আশুলিয়ায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, যাত্রীদের পিটুনিতে চালক-হেলপার নিহত
বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় টুরিস্ট খাতে প্রভাব পড়বে না : ডিআইজি টুরিস্ট
‘যানজট নিরসনে ট্রাফিক নির্দেশনায় থাকবে ড্রোন’
X
Fresh