• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে আরও চারটি জেলায় ভিসা সেন্টার চালু করছে ভারত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৯, ১১:৪৭

ভিসা প্রার্থীদের সুবিধার জন্য দেশে আরও চারটি জেলায় ভিসা সেন্টার চালু করছে ভারত।

আজ শনিবার থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও সাতক্ষীরায় ভিসা সেন্টারগুলো চালু হচ্ছে।

এ চারটি জেলায় আরটিভি অনলাইনের প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, প্রান্তিক ও দূরবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা ভিসা পাওয়া আরও সহজ করতে ভিসা সেন্টারগুলো চালু করা হচ্ছে।

এর আগে গত ৬ জানুয়ারি ঠাকুরগাঁও এবং বগুড়ায় দুটি ভিসা সেন্টার চালু হয়। এতে সহযোগিতা করছে ভারতীয় স্টেট ব্যাংক। এতদিন বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু ছিল। নতুন এ ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্রসহ এর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫টিতে।

বাংলাদেশি ভিসা প্রার্থীদের সুবিধার জন্য চলতি বছরের শুরুতেই দেশের ৬ জেলায় ভিসা সেন্টার চালুর ঘোষণা দিয়েছিল ভারত সরকার।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
X
Fresh