• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুদকের হটলাইনে করা অভিযোগে রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

দুদকের হটলাইন ১০৬ নম্বরে সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে ঘুষ নেয়ার অভিযোগে রাজস্ব কর্মকতাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কর্মকর্তার নাম নাজিম উদ্দিন আহমেদ।

তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) পদে কর্মরত।

আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক ঘণ্টা অভিযান পরিচালনার পর দুদকের দলটি তাকে গ্রেপ্তার করে।তিনি রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) পদে কর্মরত।

অভিযানের সময় কাস্টমস হাউসের নিচতলায় তার কক্ষের স্টিলের আলমারি খুলে ছয় লাখ টাকা উদ্ধার করে দুদকের কর্মকর্তারা।কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে এই টাকা জব্দ করা হয়।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান পরিচালনার নির্দেশ দেন। দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক জাফর আহমেদ ও মো. হুমায়ুন কবীর।

আরো পড়ুন:

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh