• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর বাস ধর্মঘট প্রত্যাহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:২৫

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর চালক ও শ্রমিকরা পুলিশের মধ্যস্থতায় অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। দীর্ঘ ৯ মাসের বকেয়া বেতন কয়েক কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর তারা আজ বুধবার বেলা ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন।

জানা গেছে, কর্মবিরতির দ্বিতীয়দিন বুধবার ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুসতাক আহমেদ ডিপোতে গিয়ে কর্তৃপক্ষের প্রতিশ্রুতির কথা জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান। তারপর শর্তসাপেক্ষে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

ডিপোর ব্যবস্থাপক মো. নূর-ই-আলম জানান, আজকের মধ্যে কর্মীদের হাতে এক মাসের বেতন আর ৩১ জানুয়ারির মধ্যে তাদের আরও এক মাসের বেতন দেওয়া হবে। এরপর জুলাই পর্যন্ত প্রতি মাসের বেতনের সঙ্গে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করবে বিআরটিসি কর্তৃপক্ষ।

এ প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরত চালক ও শ্রমিকরা বেলা ১২টার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন এবং এরপর ডিপো থেকে গাড়ি নিয়ে বের হন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর থেকে বকেয়া পরিশোধের দাবিতে জোয়ার সাহারা ডিপোর প্রধান ফটকে তালা দিয়ে কর্মবিরতি শুরু করেন চালক ও শ্রমিকরা।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআরটিসির ৩৭ কর্মকর্তা-কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ
ঈদ সার্ভিসে যুক্ত হবে ঢাকায় চলাচলকারী বিআরটিসির ৫৫০ বাস
পিকনিকের যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারালো দোতলা বাস, আহত ২২
বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
X
Fresh