• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিমানবন্দর সড়কে বাসে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪
ছবি-সংগৃহীত

বিমানবন্দর সড়কে পোশাক শ্রমিকদের দ্বিতীয়দিনের বিক্ষোভে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরের দিকে বিমানবন্দরের সামনের চত্বরসংলগ্ন রাস্তায় এনা পরিবহনের বাসটি ভাংচুরের পর তাতে আগুন দেন শ্রমিকরা।

এর আগে সকাল থেকে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও উত্তরা-বিমানবন্দর সড়কে অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। এতে গতকাল রোববারের মতো আজ সোমবারও সড়কের দু’পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্র্যাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার পর থেকে শ্রমিকরা রাস্তায় জড়ো হতে থাকে। গতকালের যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল একই দাবি নিয়ে আজও তারা স্লোগান দিচ্ছে। যে বাসে আগুন লেগেছিল সেটা নিভে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক আছে।

ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়ায় সকাল ১১টার পর উত্তরার আজমপুরে প্রথমে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা সোয়া ১২টা থেকে বিমানবন্দরের সামনেও যান চলাচল বন্ধ হয়।

রোববার উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন ক্রসিং পর্যন্ত অবস্থান নেয়। পরে পাঁচ ঘণ্টা পর তারা রাস্তা থেকে উঠে যায়। সোমবার সকালে তারা ফের রাস্তায় নামে।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
X
Fresh