• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৯, ১১:২৫
ছবি-সংগৃহীত

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক বিক্ষোভ করছে। এর ফলে ঢাকার উত্তরার পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে গার্মেন্টের শ্রমিকরা।

বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা আজ সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছে তারা। আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।

এদিকে তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনও যানবাহন যেতে বা আসতে পারছে না। ফলে দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। অফিসমুখী মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, পোশাক শ্রমিকরা সড়কে এসে গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। পাশাপাশি মালিকদের সঙ্গেও কথা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ
X
Fresh