• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্যারিস্টার মইনুলকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেয়ার নির্দেশ আদালতের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৯, ২০:৫১

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) ভর্তি করে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্স ও বিএসএমএমইউ’র ভিসিকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মইনুল হোসেনকে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী সাজু হোসেন।

আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা শুনানি করেন।

২০১৮ সালের ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ‘চরিত্রহীন’ মন্তব্য করেন।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।বিভিন্ন মহল থেকে দাবি উঠে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য।

টকশো প্রচারিত হওয়ার চার দিনেও ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।এ ঘটনায় তাকে মানহানির মামলায় গ্রেফতার করা হয়।বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন ব্যারিস্টার মইনুল হোসেন।

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএমএমইউ’র উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব নিলেন ডা. আতিক
বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন ডা. আতিকুর রহমান
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
X
Fresh