• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মার্চে উপজেলা নির্বাচন: ইসি সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৯, ১৫:১৮

আগামী মার্চে উপজেলা নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। বললেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা। ফলে আমাদের হাতে সময় মার্চ মাস। এই সময়ের মধ্যে নির্বাচন করতে চায় কমিশন। মার্চে নির্বাচন করতে হলে ফ্রেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করতে হবে।

ইসি সচিব আরও বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭ টিরও বেশি উপজেলায় নির্বাচন করা হবে। প্রথম ধাপে হবে একশোর কাছাকাছি উপজেলা নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে বাকি উপজেলায় নির্বাচন করা হবে।

২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন আইনত নির্দলীয় হলেও পরে আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে।

উল্লেখ্য ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই, ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনে ভোট গ্রহণ হয়।


আরো পড়ুন :

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নওগাঁ-২ আসনের নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর’
দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র
প্রয়োজনে প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী : ইসি সচিব
X
Fresh