• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সরকার জমি নিলে ক্ষতিপূরণ দেবে ৩ গুণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:০২

ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণ করলে তিনগুণ ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমানে অধিগ্রহণ করা ভূমির দেড়গুণ অর্থ ক্ষতিপূরণ দেয়া হয়। নতুন আইনে তা বাড়িয়ে তিনগুণ করার সিদ্ধান্ত নেয়া হলো। বৈঠকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৬’র খসড়াও নীতিগত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অধিগ্রহণ করা জমির মূল্য তিনগুণ করার প্রস্তাব করা হয় বৈঠকে। পরে তা অধিকতর যাচাই-বাছাই এর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পাবলিক পারপাস ও পাবলিক স্বার্থ দু’টি বিষয় ব্যাখ্যা করে আইনে আরো স্বচ্ছতা আনতে বলা হয়েছে।

শফিউল আলম বলেন, জমির মূল্য নির্ধারণ হবে এলাকা বা মৌজায় গেলো এক বছরের জমি বেচাকেনার দলিলের ওপর। অধিগ্রহণ করা জমির দাম কম থাকায় বিভিন্ন সরকারি প্রয়োজনে ভূমি নিতে সমস্যা হয়। এ জন্যই দাম বাড়িয়ে আইন করা হচ্ছে।

সচিব আরো বলেন, ভূমি অধিগ্রহণ আইন যাচাই-বাছাইয়ের জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি আইন চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করবেন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh