• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে নগদ ৮ কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৮

কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র‌্যাব। এসময় আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)।

র‌্যাব জানায়, আলী হায়দারের কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। আলী হায়দার কোন দল বা কোন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন- সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি র‌্যাব।

তবে জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবি সম্বলিত এক বিএনপি নেতার লিফলেট সেখানে দেখা গেছে। এছাড়া ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সম্বলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে।

এর আগে গত সোমবার সকালে ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে ঢাকার রাজারবাগ এলাকা থেকে শহীদুল ইসলাম ও মুহিত নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
এমপি-মন্ত্রীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণের মন্তব্য
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh